রাতের আধারে সূর্যটা যাচ্ছিলো তলিয়ে,
আমি গিয়েছিলাম সূর্য কুড়াতে।
গিয়ে দেখি অগ্নিময় মূর্তি তুমি,
দাঁড়িয়ে আছ আমায় পোড়াতে।
মরুর বুকে দেখেছিলাম উদ্যান,
সবুজের প্রান ছোঁয়া স্পন্দন।
দাবানলে দগ্ধ আমি নিদারুন,
গিয়েছিলাম বিশ্রাম নিতে খানিকক্ষণ।
গিয়ে দেখি উত্তপ্ত চোরাবালি তুমি
অপেক্ষায় আমার,করবে ভক্ষন।
পিচঢালা উত্তপ্ত রাস্তায় দেখেছিলাম
সহস্র ফোটা পদ্ম দুলতে,
মাথা উঁচিয়ে আমায় ডাকতে।
আমি গিয়েছিলাম পদ্ম তুলতে।
গিয়ে দেখি মনুষ্য রুপী পিশাচিনি তুমি।
যার মনুষত্ব অনেক আগেই হয়েছে বিলুপ্ত।