আজকে তুমি শুনছো যে ডাক
সোনার ভারত গড়ার
প্রশ্ন আমার রইল তোমার কাছে
নেবার আগে উত্তরীয়
তুমি কিসের ভারতীয়??

ভারতীয় সম্পত্তি নষ্ট করো
আগুন জ্বালাও শহর পোড়াও
বিদ্রোহের নামে স্টেশন লোঠো
রাজনৈতিক ফায়দা ওঠাও
তুমি কিসের ভারতীয়??


জাতীয় পতাকা ধূলায় লোটাও
মা বোন ভাই এর মাথা ফাটাও
জাতি ভেদাভেদ মানো তুমি
ভাইয়ে ভাইয়ে বিভেদ ঘটাও
তুমি কিসের ভারতীয়??

হিংসায় মেতে নাচছো যে আজ
উস্কানি দিয়ে দাঙ্গা লাগাও
কর ফাঁকি দিয়ে দেশকে ভিখারী বানাও
ধর্ষন করে পার পেয়ে যায়,

কিছু বলোনা
তুমি কিসের ভারতীয়??


ঘুষ কে এখনো দাও তুমি সায়
হীমঘরেতে মজুত বারাও
বাজারের দামে আগুন লাগাও
সাহস করে না এগিয়ে
করো শুধু হায় হায়

তুমি কিসের ভারতীয়??