দেওয়া নেওয়া সব শেষ,
তবে মানুষ হয়ে রয়ে কি লাভ বলো?
মান আর হুঁশ সব দিয়ে যে জলাঞ্জলী ,
কমিউনিস্ট ম্যানিফেস্ট আওরে কেন চলো?
গর্ত বাঁচিয়ে চালাও অডি, চোখের কোনায় ল্যাকমি কাজল,
ভিক্ষে করছে ওই যে দেখো বাংলা মিডিয়াম এর ফার্স্ট বয় সজল।
ঋতুপর্ণ বোঝোনা তো আর, তবুও করতে হবে বড়াই,
রাতের বেলায় করো ওয়েব সিরিজ আর নীল ছবির লড়াই।
হোয়াটসাপ এ তে চলছে দেখো বুদ্ধিবিচির যুদ্ধ,
কিন্তু ওই যে, খেয়ে খেয়ে বিড়ি মগজের পথ আজ রুদ্ধ।
মদ না খেলে বলবে সবাই- দেখো যাচ্ছে ব্যাক ডেটেড,
ধুর, যতই পরো ডিজাইনার জামা, তুমি ওভার রেটেড।
ফেসবুকেতে ওয়েল ফেয়ার গ্রুপ খুলেছো তুমি,
দেখতেও পাওনা , না খেতে পেয়ে,
মরছে ছোট্ট সুমি।
ইন্টারনেট নেই বলে ধর্ণা দিচ্ছে ওরা,
ইংরেজরাতো কবেই গেছে
তবে রেখে গেছে কিছু গোরা।
আমার লেখা নিজের প্রতি, কারণ
আমিও সমাজের অঙ্গ।
আমরা কি সবাই একসাথে আবার,
গড়তে পারিনা নব্যবঙ্গ?