হয়তো সেদিনও সন্ধ্যা আসবে ,
হয়তো সেদিনও ছড়িয়ে পড়বে সেই হিমেল হাওয়া
নিস্তব্ধ সেই সন্ধ্যাবেলায়
আবার সেই তুমি আর আমি -
আর সেই চাঁদের আলোর ঝলকানি ।
যদি , তোমার হাত টা ধরে বলি
" কি ভাবছো ? "
উত্তর আসবে কি?


হয়তো সেদিনও আইসক্রিম ওয়ালা টা ভাববে আমরা যাবো কিনা
হয়তো সেদিনও বাড়ি ফেরার তাড়ায় থাকবে ফিকে হয়ে আসা হর্ন গুলো
আর সেই তুমি আর আমি
আর , আমার চাঁদের সম্মোহনকারী চাহনি ।
যদি তোমার কোমর টা ধরে কাছে টেনে নিই
একদম বুকের কাছে -
ভয় পেয়ে যাবে কি?

হয়তো সেদিনও তোমার জল এ ভেজা চোখ দুটো
হয়তো সেদিনও তোমার না বলা কথা গুলো
অসীম শূন্যতার মাঝে
আবার - সেই তুমি আর আমি।
আর , আমার গালে শীতল কঠিন তোমার হাত দুটোর স্পর্শ ।
যদি , মিশে যাও আমার ঠোঁটে --
এর পরেও আমাকে একা ফেলে যেতে পারবে কি ?