এই পথে একদিন
বয়েছিল নদী
কত স্রোতের দামে
শুধিয়েছে ভাল লাগার ঋণ।
কাঙালের মত ভাসতে ভাসতে
ভেঙেছে নিজের কূল,
তুচ্ছ আগাছাকে আগলে রেখে
করতে চেয়েছে আপন।
বাঁধ ভাঙা জোয়ারের
অলংকারে সাজিয়েছে
ভালবাসার পরিবেশ।
দাঁড় টানা নৌকাকে দিয়েছে
নিজের বুকে তরবারি চালানোর উদারতা,
অসংখ্য প্রাণের উচ্ছ্বাসে
ছুটে চলা ছিল অবিরাম।
কত ভালবাসায় ফুটেছে শাপলা-পদ্ম,
সংগ্রামের জীবনে দিয়েছে
জীবিকার এতটুকু আশ্রয়।
আজ তার সব জল শুকিয়ে গেছে
প্রাণের কোলাহলে আসেনা আর বর্ষা
নিঃস্ব কংকালের পথে
এক শুষ্ক-রুক্ষ অভিশাপ
যেন দুঃখ দেবা রও কেউ নেই।
থেমে গেছে জলের প্রবাহ
তবুও নদীটি থাকে অপেক্ষার
আরেকবার ভাসবে বলে
অশ্রু বণ্যায় নিঃশেষ হতে....
(একজন দায়িত্ববান গৃহকর্তা/কৃতীর জীবন কল্পে)