মায়া মাটির মায়া দিয়ে
মুখখানি তার আঁকা,
চোখ দুটি তার পতাকার মত
ভ্রু দুটি তার অল্প বয়সে
চাঁদটি যেমন বাঁকা।
দৃষ্টি তার বিজলীর মত
সারা ভুবন চমকায়,
ঠোঁট দুটি তার কলির মত
থাকে ফুটার অপেক্ষায়।
চুলগুলো তার মেঘের মত
হৃদয় আকাশে ওড়ে,
দৃষ্টি তার সর্বভুক
বিনা আগুলেই পোড়ে।
ঐ চোখের দৃষ্টিতে তার
হাজার রকমের ভাষা,
লক্ষ-কোটি জনম গেলেও
মিঠবেনা তারে দেখার আশা।
মুখখানি তার উর্বর মাটি
কার কপালেই জোটে?
তার হাসিতেই এই জগতের
সকল ফুল ফোটে।