সেকেলে বাড়ি, পুরনো  দেয়াল
হেলা-অবহেলায়
কে রাখে তার কতটুকু খেয়াল?

রাজা আমি, শাসক আমি
যা বলবো তাই,
তোদের খেয়াল খুশি
দাবি-দাওয়া শোনার মতো
সময় আমার নাই!

ঠিক, ঠিক বলেছেন
জয় রাজা মশাইয়ের জয়,
ইনিয়েবিনিয়ে ঝাঁজালো পদলেহন
চাটুকার চেটে ফয়দা লয়!

অভাব  আসে প্রজার দেশে
শুনে রাজা কয়,
এই করেছি সেই করেছি
অভাব সত্য নয়!

ক্ষীণ স্বরে, প্রাণভয়ে
প্রজা কন্ঠে লয়,
আপনার এতো দালানকোঠা
আর পেটে না সয়!

রাজ্য ঘুরে পাঠশালা তে
জয় রাজা, জয় রাজা জয়ধ্বনী হয়,
ন্যায্য দাবী তুলতে গেলে
সে ছাত্র নয়!

রাজার দেশে প্রজা পেশে
করে অন্ন চাষ,
অন্ন বেচে বাজার শেষে
কৃষক থাকে উপবাস!

হক বলেছে
নাকি ঠক বলেছে?
কিসের ইমাম, কিসের আলেম
কিসের গুনীজন?
দাঁড়াও দেখি
বুদ্ধি তোদের মেপে করে নেই ওজন!

রাজা বলে এতো অধিকার কিসের ওদের
ছাই পয়সার দাম,
আমি কি আর কম বুঝি
আমায় অপমান!

ঠিক, ঠিক বলেছেন
জয় রাজা মশাইয়ের জয়,
ইনিয়েবিনিয়ে ঝাঁজালো পদলেহন
চাটুকার চেটে ফয়দা লয়!

এই হয়েছে সেই হয়েছে
ব্যাংকে টাকা নাই,
তাতে কি নিয়ম করে
ব্যাংকগুলোতে
লাল, হলুদ আর সবুজ বাতি জ্বালাই!

পুঁজির ভান্ড্য শুন্য হেন
১৪ বছরেও কোন আলো নাই
রাজা বলে বেশ হয়েছে
উন্নয়ন ষোল আনাই!

খেলার মাঠে নাটক হলো
নাটকের মঞ্চে খেলা,
বাহ্ যাচ্ছে তো বেশ
খেলে নাটক নাটক খেলা!

প্রজা এবার তুলে আওয়াজ
চাই আমার পরিচয়,
রাজা বলে
যা বলেছো, খুব বলেছো
আর একটুও নয়!

ঠিক, ঠিক বলেছেন
জয় রাজা মশাইয়ের জয়,
ইনিয়েবিনিয়ে ঝাঁজালো পদলেহন
চাটুকার চেটে ফয়দা লয়!

ঘাট ছেড়েছে, মাঠ ছেড়েছে
ঢিল ছুড়েছে চাকে,
স্বর তুলেছে, সুর তুলেছে
রাজপথে প্রজা ঝাকে ঝাকে!

এই করলাম সেই করলাম
কোথায় কি করেছি ক্ষতি?
হায়! হায়! সীত কেটেছে, পীত কেটেছে
পিয়ন-ড্রাইভার-আমলা-সেনাপতি!

পর্দা কাপছে, আধার নামছে
কৈফিতের হুইশেল বাজাচ্ছে অবিরাম
বুদ হয়ে ফণা তুলেছে
মূর্খ ক্ষুদিরাম!

দিনের দেনা জমেছে খুব
চিমটি চিমটি করে,
মরবো এবার
রাজা তোমার বারুদ গোলা
দেবো শূন্য করে!

তোমার রাজ্যে তুমি আছো
তোমার মতো করে,
রাজা তোমায় ভেঙেচুরে
তুচ্ছ প্রজা দেখো
সোনার রাজ্য গড়ে!

সেকেলে বাড়ি, পুরনো দেয়াল
ধুলোর আস্তর জমা
সংকীর্ণতায় গিয়েছিলো ছেয়ে
গরজে মেঘ, শানিত বাদল
বৃষ্টি দিলো ধুয়ে!

রাজার রাজ্যে রাজাই ছায়া
প্রজারাই আসল হকদার
চেটে চুষে শেষ করে
রাজার পোষা চাটুকদার!