লড়াইয়ের পরে জয় রয়েছে
ভয়টা আবার কে?
পাল ছিড়েছে, হাল ভেঙেছে
দে রে দোলা দে!

আগল-পাগল, চাষা-ভুসা
কামার, জেলে, মুদি,
মার ধাক্কা, ছাড় হাক
ভেঙে ফেল স্বৈরাচারের গদি!

উওর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম
উপর-নিচ, তল
হিসাব সব বুঝে নিবো
চলরে তোরা চল!

আগে-পিছে, ডানে বায়ে
যত আছে তালা,
মার লাথি, ফেলরে ভেঙে
পরতে সত্য জয়ের মালা!