আজ যতনার সুখ নিতে চাই
কচি ডগার সবুজ ঘাসের যে শিশিরের স্পর্শ
এনেছে বিমোহিত এক আনচান অনুভূতি
তার স্নেহের কোলে লুকিয়ে রাখা কাটার আঘাতে রঞ্জিত করব স্বচ্ছ পায়ের তালু।
এই সেই পতিত ক্ষেত
যেখানে কাদার সাথে মিশে আছে
শৈশবের শত স্বপ্নের ছাউনি ঘর।
যার পরতে পরতে লুকিয়ে থাকা উর্বরতা
ধু ধু প্রান্তরকে সাজিয়েছে ফসলের মহিমায়!
আজ অনুভব করতে চাই তার কর্ষণের কত যন্ত্রণা।
আজ অপমানের সুখ নিতে চাই,
প্রিয়সির প্রেম অবাধ্যের মত যে প্রেমিককে করেছে শত বৈরিতার নাছোড়বান্দা
উন্মাদের মত দিকভ্রান্ত প্রেমকে যে প্রেমিক করেছে তার চোখের আলো,
আজ তাকে পোষ মানাতে চাই
নির্দয় প্রেমহীন প্রেমিকার মত তুচ্ছ অপমানে।
আজ অবহেলার মালা হতে চাই,
কচি বয়সের টোকাইয়ের মত
শত ময়লার জামা গায়ে জড়িয়ে
কুড়িয়ে পাওয়া সস্তা আবর্জনার আনন্দকে রাখতে চাই চার চাকার ভিতর সুখি মানুষের চোখের বিরক্তিতে, শত বঞ্চনায় দূর দূর করে তাড়িত হতে চাই দুয়ারে দুয়ারে।
আজ পরাজয়ের স্বাদ নিতে চাই,
যে রণের প্রান্তরে রক্ত নেশায় জেগে উঠে মৃত্যু হুংকার, মাতাল করা ঝাণ্ডার নৃত্যে জেগে উঠে সিংহ পুরুষ, রক্ত বন্যায় করেছে মাত,
শেষ বিকেলের ক্লান্ত দেহে পেতে চাই অশান্ত
ক্রোধের শত বেনেটের আঘাত
ক্ষত-বিক্ষত যন্ত্রণায় ছটফট করতে করতে
নিতে চাই বেঁচে থাকার আকুল আকুলতা।
মানুষের মত শত প্রবঞ্চনায় একটা মানুষের জীবন চাই,
সুখ-শান্তির, চাওয়া-পাওয়ার অত্যাচার ফেলে
আজ কেবলি যতনার সুখ নিতে চাই.....