নেইল লভারটা জ্বলছে,
দূরে ক্ষীণ আলোয়
মায়া ছল-ছল
দূর পবনের গান
নেশায় টলমল...
ব্যস্ত আয়োজনে টনক নড়ছে বেশ
রাজপুত্রের শোভা যাত্রায়
উল্লাসে উদ্ভাসিত নগরী,
চার দেয়ালে ছায়ার আলোয়
বন্দি আর্তনাদের শব।
ঐ,তো নেইল লভার জ্বলছে,
দূরে ক্ষীণ আলোয়
মায়া ছল-ছল।
চুরমার স্বপ্নের একরাশ মিছিল
পেরিয়ে সময়ের সিঁড়ি
ভবরাশে-তপ্ত শ্বাসে
ছিপ ছিপ আত্তীয়ত্বার ধরণী
নির্বাক নগরীতে চলমান বাসিন্দা,
চোখ মেলে তাকিয়ে থাকা
ফাঁকহীন জানালায়...
নিজেকে হাজার বার খুন করি
আমার বোবা কান্নায়----
ঐ, তো নেইল লভারটা জ্বলছে
দূরে ক্ষীণ আলোয়
মায়ায় ছল-ছল
দূর পবনের গান
নেশায় টলমল...
শুধু অস্থিতে আমি বিলিন,
আহ্বানে মরে যাওয়া
হৃদয়ের জাগরণ
শুধু নেইল লভারটা জ্বলছে অভিরাম...
আমার বিভুর, আকুল প্রার্থনায়
জ্বলে-পুড়ে ছারখার
একরাশ আলোহীন
জোনাকির দল
মুখ ফিরিয়ে নেওয়া
অবহেলায়...
অবাঞ্চিত পদযাত্রায়
হিমাদ্রির ক্রমাগত পরাজয়,
অশ্রুহীন বোবা কান্নায়
নির্বাক জাতিস্বর,
এতিম দৃষ্টিতে
এতটুকু করুণার নশ্বর...
ঐ, তো দূর-বহু দূরে
ক্ষীণ আলোয়
নেইল লভারটা জ্বলছে,
দূর, দূরত্বের সীমানাই থাকবে
তবুও,
নেইল লভারটা জ্বলছে
শুধু জ্বলছে অবিরাম...