প্রতিদিন ফুরাই একটু একটু করে
মোমবাতির স্বপ্নে ছবি আঁকি জ্বলে থাকার আনন্দ
কতটুকু শক্তি তার? যত অন্ধকার
আলোতে আলোতে থেমে যাওয়ার দ্বন্দ্ব?
দহনে দহনে ক্ষয় হয় অস্থিত্বের ছায়া
যত আয়োজন, খুব ঘটা করে...
বেড়ে চলে দুরত্ব যত কাছে যেতে চাই
ততই দূরে যাই সরে।
অন্ধকার আরো অন্ধকার হয়
ঝাপসা রঙের মত দূর কুয়াশায় হারিয়ে,
আরো স্পষ্ট হয় "অস্পষ্টতা"
"ছায়া" হারায় একাকিত্বের ভিড়ে।
জীবনের জ্বালানি পুরিয়ে
সাজে মরণের চিতা,
এলকোহলের ঝাঁজে
দাউ দাউ করে জ্বলে উঠে শূন্যতা।
গভীরে, আরো গভীরে
যতটা কাছে আর কেউ নেই,
শূন্যতায় খুঁজে দেখি
ছায়া হয়ে ঘুরে বেড়াই এই বর্তমানেই।
সময়ের গা গড়িয়ে সন্ধ্যা নামে
মানিয়ে নিতে আয়োজন,
কত প্রাপ্তি-অভিযোগে
খেলাঘর সাজিয়েছে মহাজন!
ছায়া কংকাল, ছায়া কংকাল
খুঁজে ফিরিস কারে?
খুব, খুব একা তুই
খেলার মায়াজালে।
তবুও ফুরিয়ে যাই
ফুরিয়ে যাওয়ার আনন্দে,
যেতে যেতে মায়ায় মায়ায়
ছায়ার রঙ কান্দে....