ছায়া-সংগ, ছায়ার সাথে
পথ চলা.........
করে মায়ার "সন্ধি",
আমার আমিকে-আমার ভিতর
করে রাখি বন্ধি।
বন্ধ দুয়ারে করে গঙ্গা স্নান,
শিশিরের মৃণাল আলোয়
মুছে যাওয়া পাপে
আমি পুণ্যবান।
আকাশের পানে তাকিয়ে
যতদূর দৃষ্টি......
আমার আমিকে করি
দেবতা রূপে সৃষ্টি।
ধরণির মায়া বাঁশির
জাদুর সুরে নেচে ওঠে প্রাণ
মাতাল হয়ে গহীন দ্বারে
বসতি গড়ি আমি ন-জোয়ান।
সীমানা ছাড়া পথ আমার
কিসের উপর দাঁড়িয়ে ,
আমার আমিকে নিঃস্ব করি
কোন অজানা তে হারিয়ে।
প্রতিদিন আমার সমাধি
পার করে হেটে যাই সামনে,
আমার আমিকে আবিষ্কার করি
পরিধি হীন গগনে।
কিসের নেশায় মাতাল হয়ে
ধরণির "হাওয়া" পথে ভেসে চলা,
দঃস্বপ্নে জেগে ওঠে
আমার ঘনিয়ে আসা
অন্ধকার সন্ধ্যাবেলা।