নিঃসঙ্গ তাড়নায় দাঁড়িয়ে
দুদন্ড সময়ের মুখোমুখি
একাকিত্বের সাথে আলিঙ্গন
দুমড়ে-মুচড়ে যাওয়া
ফেলে আসা পথ___
আমি আজ আমার মুখোমুখি।
আশ্রিত সময়ের
পশ্চাৎ সীমানায় ভবঘুরে যাত্রা...
আজ আমি আমার মুখোমুখি।
কত প্রিয় মুহূর্তের
জলছবির ঢেউ
আছড়ে ভাঙ্গে আমার হৃদয় কূল
কতশূন্যতার বিভাজনে
কাঙ্গালের বেশ...
পেতে এতটুকু ভাললাগার রেশ।
উদ্দেশ্যহীন ঠিকানায়
গন্তব্যের যাত্রা “মায়ার নেশা”
আমি আজ আমার
মুখোমুখি
ভয় শঙ্কা আর বিভীষিকার মিছিল
করে মৌন্যতার আয়োজন
শঙ্কিত হৃদয়ের আহাজারি
দ্বিধাগ্রস্থ ভাললাগার
এতটুকু পরশ...
ঢোঁকরে ঢোঁকরে কেঁদে যায়
হৃদয়ের আরশ।
আমি আজ আমার মুখোমুখি
কেবলি শুধু ভয় ও আফসোসের
রণসঙ্গীত,
আজ আমি আমার মুখোমুখি
বহমান বর্তমান
অস্থিতের শূন্যতার অতীত....