কেউ কি জেগে আছে বড় নিঃশব্দে?
এই প্রহর, "অপেক্ষা" থাকে পাহারায়
দূর ওই দূরে দেখেছে কি কেউ সেই হাসি
খুব নিরবে? অনাদরে বাসি হয় প্রেম
কেউ কি চেয়েছে জানতে-জীবনের রঙ?
অযাচিত হয়ে আছে নিখিলের আয়োজন
খুব অবেলায় বিষন্নতায় ফুরোয়
জীবন তার প্রয়োজন। -তপ্ত সময় পথে
যেতে যেতে ছায়াদের দল
সাঁই সাঁই পবনের খুব দূরের চিহ্ন
ঝাপসা থেকে আরো ঝাপসা হয় মনো বিহমবল।
যে ক ফোঁটা শিশিরের জল
সেই অপেক্ষা আয়োজনে
তারো আছে আয়ুকাল, মরণের টান
শব্দরা করে খেলা
পর করে পিছুটান।
সেখানে বেঁচে থাকি
মরে যাবো বলে,
তবুও বেহিসাবি সময় বয়ে চলে
নির্মম মায়ার কৌশলে।
যেতে যেতে বলে যাবো
ওহে সময়ের বাঁশি,
কত শতাব্দি বয়ে চলে
কত প্রাণ আসে যায়
অসমাপ্তে দূর, বহুদূর পরবাসী....