কিবা তাহার মূল্য আছে
কানাকড়ি......
তোমার জন্য ফেলে আমার চখের জল,
তোমার হৃদয় আকাশ যদি নাই বা হল
মেঘে ডাকা অশ্রু-টলমল।
কি তাহার মানে হয়
স্মৃতি বাগানে করে বিচরণ,
মালি হয়ে যত্ন নেব
তোমার ঝড়ে পরার আচরণ।
তোমার কাছে কিবা পেয়েছি
যতটুকু দিয়ে,
তুমি কতো সুখেই আছ
অতীত ভুলে গিয়ে।
অতীত তোমার মূল্যহীন
আজ কত ফুলের মালা,
তবে কেন সইব বল
মিথ্যা প্রেমের জ্বালা।
তোমার পথে হাটতে গিয়ে
আমি দিশাহারা,
আজও আমি ভীষণ বোকা
স্মৃতি করে তাড়া।
এখন তবে আমি
নিজের পথে হাটি,
ভেঙ্গে ফেলে স্মৃতির আয়না
স্রোতের অনুকূলে সাঁতার কাটি।
আমি নইতো মূল্যহীন
ফেলে রাখা ময়লা,
এখন আমি অগ্নিমূর্তি
স্মৃতি পুড়ে কয়লা।
আমাকে আমি পূজা করি
লক্ষ-কোটি সালাম,
জীবন আমার মহাকাব্য
এগিয়ে চলার কালাম।
কিবা তাহার মানে হয়
আবেগ পুষে কষ্ট,
তুমি ছাড়া আমি অচল
ভাবাই সময় নষ্ট।
স্বার্থপরতার কথা বললে
তুমি কীর্তিময়ী, হারবো কেন
হতে চাই আমিও বিজয়ী।