একদিন দেখা হবে
প্রান্তর নিষ্কণ্টক সবুজের ঢেউয়ে
লেলিহান আকাশের সাজের মায়ায়
সোনালি রোদ গায়ে মাখা আনন্দে
উৎসবের নগরী সাজবে সেই অপেক্ষায়।
একদিন দেখা হবেই
চোখের কাজলের আলপনায় স্বপ্নের ভাজের মত
চেয়ে থাকা বিঃষ্ময়ে অতলে হারিয়ে যাবো
বোবা নিঃশব্দের পথে
তপ্ত রোদের নগ্ন খরায়
আবার আসবে সেই "প্রিয় বর্ষা" শুধু তোমাতেই।
দেখো একদিন দেখা হবে
অন্ধকারের ছায়া কালোয় দূর আলোক বর্তিকা
দুঃস্বপ্নের ঘুম ভেঙে
জেগে উঠবে অপেক্ষার সকাল
মনের সব দ্বিধা ভুলে সেদিন ভালোবেসো!
যুদ্ধ সময়ের কোলাহল থেমে
আবার আসবে সেই নীরবতা
তোমার নেত্র সুমদ্রের উজার করা ঢেউ
আবার হবে ভরা পূর্নিমা
আমি অবাক হয়ে দেখবো
তুমি দেখে নিও "অপেক্ষা" কত লজ্জা পায়!