ছিপ ছিপ বৃষ্টির আন্দোলন
বুকের উনুপাজের ভিতর থেকে
সে এক শূন্য অনুভুতির বিজলি চমকের শ্লোগান।
সুযোগ সন্ধানী জোসনা লজ্জা ভুলে
বৃষ্টি প্রণয়ে নিশিতে হারার মিলনের স্নানে।
চাঁদ! জোসনা!
চাঁদ, সেকি আসলেই চাঁদ?
বিশাল আকাশের অহংকার হয়ে
অপলক তাকিয়ে থাকে প্রিয়তমার চোখ
চাঁদ বলি তাকে কংলকের কাজলে।
জোসনা? সেতো প্রিয়তমার রুপ
তাইতো এতো মায়া, এতো ভালোবাসা।
পাহাড়ের বুক ছিঁড়ে স্বচ্ছ শীতল ঝর্না
তার সেই চোখ মায়ায় ভরা সাজের আকাশ,
আর আগ্নেয়গিরির লাভার দহন তার নিষ্ঠুরতা
সে প্রেম বুঝেনা-কেবলি ছলনা।
চৈত্রে পাতা ঝরা নিশব্দ গহীনে
এমনি কোন মধ্য রাতে শুকনো পাতা আর আমি
এই ছিপ ছিপ বৃষ্টি
প্রিয়তমা তোমায় উৎসর্গ
উর্বর হোক তোমার চোখের ভাষা.....