থরথর কাঁপুনির শীত,
নিয়েছে বিদায়।
গাইছে নতুন গীত,
বসন্ত এসেছে ধরায়।
ফুটছে হাজারও ফুল,
কুহ্-কুহ্ গাইছে কোকিল।
চাষাবাদে মাতছে কৃষক,
চারপাশ রমরমা রঙ্গিন।
গাছে গাছে সবুজের মেলা,
সবুজে সবুজে করছে খেলা।
ঋতুরাজ বসন্তের লেগেছে ছোঁয়া,
হাসিমাখা মুখে বলছে ঋতুরা।
নীলাকাশে তারার মেলা,
এসেছে জোছনা।
শেষ অন্ধকারের বেলা,
আলোকিত বসন্ত নিয়েছে সারাবেলা।