সপ্নের টানে
প্রতিভা বিকশিত করতে চাই
শিক্ষার বিকল্প কিছু নাহি মেলে
শীর্ষে যেতে চাই।
পাঠ্যবই পড়ি মনোযোগ দিয়ে
অবহেলা করি না কোন বিষয়ে
শিক্ষককে সম্মান করি মনে প্রাণে
শ্রেণীকক্ষে কিংবা বাহিরে।
নিজেকে জানতে শিখি
যেকোন মাধ্যমে
মা-বাবা, গুরুজনদের কথা শুনি
শান্তি মিলে তাতে বিশ্বজুড়ে।
ভাগ্য খারাপ বিশ্বাস নাহি করি,
নিজ কর্মে মিলে ভাগ্যের পরিচয়।
সদা সততার সাথে থাকি
নাহি নেই মিথ্যার আশ্রয়।
মেধার অন্বেষণে
আকাশে উড়াই।
অতীতের গ্লানি মুছে,
শীর্ষে যেতে চাই।