আমি দেখেছি কত কান্না
আমার মায়ের চোখে
মিথ্যের জালে ফেসে
বিপথে যখন আমি অভাগা চলি রে।
মাগো আর নয় কোন কান্না
এবার আমি এসেছি
নতুন সপ্ন দেখার আহ্বানে
দোয়া কর তোমায় সাজাব আমার উপহারে।
যতই পথ কঠিন হউক
চলতে রাজি আছি মাগো
ভাল লাগে না আর দু:সপ্ন
অামি শুধু ভাবি কখন তুমি হাসবে।
আবার আমি এসেছি ফিরে
তোমার সেই সন্তান রূপে
শক্তি দেয় মরে ওহে বিধাতা
আমি যেন পারি মায়ের কান্না সরাতে চিরতরে।
আমি রয়েছি সেই দিনের অপেক্ষাতে
যেদিন তুমি কান্না করবে
তোমার সন্তানের সাফল্যে
সেই দিন তুমি আমায় আবার নিবে কোলে।
একরাশ সপ্ন ডাকে আমায়
দিন বদলের এই দিনে
ফিছনে ফিরে নাহি তাকাই
আমি আছি মায়ের অাশাতে।