তুমি দ্বিরেফ রংধনু
নিয়ে এসেছো এ ধরায়,
বিধাতা আচ্ছন্ন করেছে তোমায়
মায়া আর সুন্দরির আভায়।
তুমি বিশুদ্ধ ভূষণ
যখনি দেখি ঐ তোমার বদন
তুমিই খাঁটি পতিব্রতা
দেখি যখন তোমার মায়াবী একজোড়া নয়ন।
তুমি হাসলে
পৃথিবীর সব সুখগুলো খেলা করে,
চাঁদনী রাতে তোমার চেহারা
মিশে যায় মাধুর্যের মাঝে।
তোমার চুলের বাহারের
সুগন্ধে ফুলের পাপড়িও হার মানে,
তুমি রবে এই আমার আকাশ জুড়ে,
যেথায় প্রদীপ হয়ে জ্বলবে।
তুমি হুমায়নের উপমায়,
বৃষ্টি ও মেঘমালা
তোমার রূপের চারুতায়,
আমি ছন্নছাড়া কবি উপমাহারা।
প্রেমনিবেদন করি তোমায়
ওহে রূপসী কন্যা,
অন্তরে রয়েছ তুমি,
যায় না কভু ভোলা।
বিশ্বাস কর মোরে
সকল ভালবাসা তোমার নায়ে।
একবার তুলে নাও না সে নায়ে,
জীবন আমার ধন্য হয়ে যাবে।