মনের ভেতর আত্মা থাকে, তার কাছেই জানা,

একান্তেরই একান্ত হয় , এই মনের ঠিকানা।

- মনের কথা থাকুক মনে, মিছে কেন ভাবায়!

   কথা হবে অন্যদিনে, ভিন্ন কোন সভায়।

দেখা না হয় নাইবা হবে, কথা খানিক বাকি রবে,

হঠাৎ যদি হলো দেখা , নতুন কথা হবে।

- নতুন কথা নতুন তো নয়, সবই আছে জানা,

  দেখা হলেই বলবে তবে, এমন কি অজানা!

অজানা যে মনের ভেতর আত্মার বসবাস,

তাঁর থেকেই পাওয়া যে সেই কথার পূর্বাভাস।

- পরিচয়ের পূর্বাভাসে, গল্প হবে অল্প কথায় ,

  অজানা কি জানা হবে, মিছে কথার মায়ায়?

মিছে কথার মিছিলে, কভু হারায় যদি আশা,

গড়পড়তা গল্পে, আসুক নতুন কোন ভাষা।


রচনাকালঃ ০৫/০৭/২০২০

=============================
কবি কথনঃ
কাব্য প্রলাপে একটি কথোপকথন মূলক কবিতা।