অতঃপর ডায়েরির ছেঁড়া পাতায়
গতানুগতিক স্বপ্নভঙ্গ।

অযাচিত মঞ্চে - ভালো থাকার মন্ত্র
বই-চিত্র আর বন্ধুত্ব।

জীবনের বেড়াজালে-
নই লোভী নই বিপ্লবী।

আস্ত একটা বিশ্বযুদ্ধ গিলে খেয়ে,
অবশেষে!
নির্লিপ্ত কফি-কাপে সন্ধ্যা নামে।

যখন কফির ধোঁয়ায় জৌলস হয় কথোপকথন,
অথবা সুখের অসুখে জর্জরিত পুরনো স্বপ্নভঙ্গ।

ঠিক তখন,
আচমকাই কোন এক গ্ল্যাডিওলাসের রঙে-রঙিন হয়
স্বপ্নবুননের কবিতার খাতা।

আর বাকি, মুঠো ভরা আবেগ
যার সঙ্গে,
নিয়ত বৃত্তে-
গতানুগতিক স্বপ্নে বাঁচি,
ভালো আছি-ভালো থাকি।


রচনাকালঃ ২৯/০২/২০১৬

=============================
কবি কথনঃ
খুব পুরনো কিছু শব্দে, পুরনো এক অদ্ভুত তারিখে, অগোছালো হাতে লিখা জীবন কথাই "গতানুগতিক আত্মজীবনী"