তোমার সাথে কাটাতে চাই, এক পশলা বৃষ্টি জীবন,
কাটাতে চাই ঘরবাড়ি, বিছানা পত্র, প্রথম ভোর।সকালের উঠোন ভরা শীতের রোদ।
তোমার সাথে কাটাতে চাই, শিমুল রাংগা লাল জীবন।
কাটাতে চাই তোমার সাথে জানালা খুলে দুটো মাথা একসাথে বর্ষা দেখা।
বন্যায় ডোবা হাটু জলে ভেজা পায়ের শুভ্র জীবন।
তোমার সাথে কাটাতে চাই, বন্য জীবন, পাহাড় দেখা।
তুষার মেখে তোমার ঠোঁটের কাপন ধরা শীতল জীবন।
তোমার সাথে কাটাতে চাই হটাৎ কোন একটা বিষন্ন ভগ্নহৃদয়,
কাটাতে চাই তোমার সাথে চায়ের কাপের প্রথম সকাল।
তোমার সাথে কাটাতে চাই, গালগল্প ব্যস্ত জীবন,
নিরিবিলি পায়ে হাটা নদীর ধারে মেঠো পথ।
কাটাতে চাই অবশিষ্ট আয়ুস্কাল।
তোমার সাথে কাটাতে চাই,
আমাদের শ্রেষ্ঠ জীবন।
(বাংলা কবিতা স্মারক)