তোমাকে দিতে চেয়েছিলাম, তোমার আগুনে পোড়া দুঃখের শরীরে শীতল পরশ মাখানো প্রেম।
তোমাকে দিতে চেয়েছিলাম, আমার বুকে জমে থাকা,
চুরি করে নাও সব সুখ।
তোমাকে দিতে চেয়েছিলাম, আমার দক্ষিণা জানালার ফুলের গন্ধ চুরি করা পবিত্র বাতাস।
তোমাকে দিতে চেয়েছিলাম, এক পশলা বৃষ্টির ফোটা।
জলীয় বাতাস।
আর এক ফালি সাদা মেঘ।
তোমাকে দিতে চেয়েছিলাম, জলে পা ডোবাবে বলে
নীল পদ্মপুকুর।
তোমাকে দিতে চেয়েছিলাম, তোমার বুকে আমার প্রিয়
প্রশান্তি অচিন্তা দীর্ঘ ঘুম।
তোমাকে দিতে চেয়েছিলাম, তোমার ললাটে রোজ চারটি
ভেজা ঠোটের জবরদস্তি চুম্বন।
তোমাকে দিতে চেয়েছিলাম, আরেকবার বাঁচো, সত্য অঙ্গীকার।
তোমাকে দিতে চেয়েছিলাম, তোমার হাত চেপে ধরে অবশিষ্ট আয়ুস্কাল জীবন।
তোমাকে দিতে চেয়েছিলাম, রোজ চাতালে চাঁদের আলো মাখানো জ্যোৎস্নার বন্য রাত।
তোমাকে দিতে চেয়েছিলাম, চার অক্ষরের ভালোবাসা।
তোমাকে দিতে চেয়েছিলাম, দুই অক্ষরের আমার প্রিয় প্রেম।