এরপর থেকে ছোরা দাগানো কথাগুলো টেক্সট করে বলবে,
আমার তাতে সহজ হয়।
মুখে মুখে বললে অনেক শব্দ হারিয়ে ফেলি,
মগজ উথলে কিছু টপটপ করে যায় পড়ে।
স্মৃতিতে আর আসে না।
তাতে  কথাগুলোর তেজ বেশ কমে যায়।
কথা গুলো অক্ষয় থাকা উচিত।
টেক্সটে থাকলে আবারও ঘনঘন পড়া যায়,
তাহলে বারেবারে রক্তাক্ত হতে পারি।