সেই শব্দের মৃত্যু হোক।
রোগে শোকে, পীড়ায়,
আঘাতে আঘাতে হোক জর্জরিত।
অভিধানের পাতা থেকে মুছে যাক ছাপা,
সেই শব্দ মুছে গিয়ে কাগজের পাতা হোক শুভ্র।
এতকাল উচ্চারিত সেই শব্দ যা ভেসে আছে বাতাসে,
আকাশে, মেঘে মেঘে, নক্ষত্রের খাজে খাজে,
মহাশূন্যের সব গিরিখাতের দেয়ালে দেয়ালে।
ভেসে থাকা শব্দ গুলো হোক হোক নিঃস্ব।
মানুষ ভুলে যাক, হোক স্মৃতিভ্রস্ট।
তাহলে ভবিষ্যতের মানুষ,
সেই শব্দের অপবাদে পুড়বে না প্রিয় সুখ।
আমার মতো হবে না একা,
আর ভীষণ নিঃস্ব।