প্রিয়ন্তির  চোখে জল



কতকাল  পরে আজ মুখোমুখি তার,
সেই স্কুলের লিকলিকে মেয়েটা,
চঞ্চল আর উড়নচণ্ডী,
দুটো তার বিশেষণ।
স্কুলের গাছে গাছে যার পায়ের ছাপ,
পড়ে গিয়ে তো একবার বেশ ব্যথা পেল,
আমি অপলকে দেখেছি,
নিয়ন্ত্রিত কেঁদে কেঁদে অস্থির।
সেই যে তবে বুকে ব্যথা পেলাম,
সেটা আর সারলে কই?
শুধু খবরে শুনি প্রিয়ন্তি আছে বেশ।

এরপর কত হেমন্ত আর মাঘ চলে গেল,
শুধু কেবলি  খবরে শুনি,
প্রিয়ন্তি নাকি, সেই বদলে গেছে।
চুপচাপ, শান্ত সুবোধ বালিকার মতো।
শুধু একবারই তার মুখোমুখি হয়েছিলাম,
ভালবাসি তোমায় " বলতেই সে
হাসিতে ফেটে পড়ে উচ্ছ্বাসে।
তুই! তুই!
না রে আমি ভালবাসি তারে।

বুকের সেই ব্যথা আজও সারেনি,
নিঃশব্দে, নিভৃতে শুধু,
প্রিয়ন্তি বেঁচে আছে অবিরাম।

মুখোমুখি হতেই প্রিয়ন্তির চোখ ছলছল,
কোলের শিশু র চোখেমুখে শুধু,
বাবা হারানোর শোক,
দুচোখ ছাপিয়ে প্রিয়ন্তির চোখে জল।


৯/৫/১৯