এক সমুদ্র কথা জমে রেখেছিলাম।
সমুদ্রের সফেদ জলের মতো স্বচ্ছ কথা,
জলের ফোঁটার মতো।
ছোট ছোট কিছু কথা।
যেন সমুদ্রের শান্ত, কোমল ঢেউ।
পাখির চোখের মতো টলটলে সবুজাভ জলে,
ভেসে ভেসে কথা হতো আমাদের,
শুধু আমরা দু'জন, থাকতো না অন্যকেউ।
আজ বহুকাল পরে এলে।
অজস্র রজনী সমাপন শেষে,
অযুত অপেক্ষা আমার।
সেই চেনা হাসি,
যা আমাকে ভোলাতে তুমি বড়ো পারঙ্গম
ক্লান্তির অজুহাতে ক্ষমা চেয়ে নিলে।
কথা গুলো আবারও বলা হলো না,
এভাবে জমে জমে কথা গুলো যদি পাহাড় হয়?
তার সুউচ্চ চূড়ায় উঠে,
আমার কথা গুলো শোনার জন্য,
তোমাকে অভিযাত্রী হতে হবে,
তোমার কষ্ট হবে।
অভিযাত্রী হবে কি?