রোজ তোমাকে যতবার দেখা মানে,
ভীষণ থমকে দাঁড়ালো জীবন,
অভিশাপে অভিশাপে কালচে করছি আমাকে।
জলের মতো নিম্নগামী গড়িয়ে পড়া জীবন,
যদি মুঠো মুঠো করে ফেরত নেয়া যেতো,
তাহলে ফিরিয়ে নিতাম।
আবারও কিশোর প্রেমিকের মতো হাটু মুড়ে,
প্রসারিত আংগুল প্রকাশ্য করে,
এগিয়ে দিয়ে বলতাম।
ভালো বাসি।
তুমি কি আজকের মতো ফিরিয়ে দিতে?
নাকি তলোয়ারের খোপের মতো আমার আংগুল,
তোমার হাতে গুজে নিয়ে বলতে,
চলো শুরু হোক জীবন।