তোমার মুখের একটা সাম্প্রতিক ছবি তুলে দিও,
বহুদিন না দেখে দেখে স্মৃতির পাতায় ও মরিচা পড়ছে,
মরিচা পড়ছে খোয়াবে, কল্পনায়।
মাঝে মাঝে চোখ বুজে তোমাকে দেখি।
নাসিকা অঞ্চলে একটা তিল ছিলো,
ঠোঁটের চার ধার ধরে পাইনের সারি মতো গোছানো সুন্দর।
আর সাদা পাথরের মতো অবিন্যস্ত দাঁতের সারি,
তবুও হাসির সময় অদ্ভুত রকমের সুন্দর লাগে।
সেই হাসি সমেত ছবি টা দিও।
বহুদিন তোমার মুখের ছবি টা দেখিনি,
আরেক বার মুখস্থ করে নেবো তোমাকে,
তবুও এভাবেই বহুদিন পর পর,
আরেকটি সাম্প্রতিক ছবি দিও,
তোমাকে অনেক দিন মনে রাখবো বলে।