ঘরের ভিতরে ও বৃক্ষ হয়।
পাকা দেয়াল, কাচের দেয়াল।
শরীর বাড়ে, পাতা গজায়, লতা বাড়ে,
পরের প্রজন্মের কথা ভেবে ভেবে,
ফুল ফোটে, বীজ হয়।
জলের বুকে ও বৃক্ষ হয়,
মরুভূমিতে হয়।
ভেজা শ্যাওলা ধরা মাটিতে ও বৃক্ষ হয়।
মানুষের ও তেমনি দুঃখ হয়।
বিশাল দালানের মানুষের ও দুঃখ হয়।
বস্তিবাসী মানুষের ও দুঃখ হয়।
সচ্ছল মানুষের ও দুঃখ হয়।
ডাল পালা গজায়, পুইয়ের লতার মতো,
বুকে, শরীরে, মননে জড়িয়ে জড়িয়ে,
দুঃখের শরীরে গোসত হয়।
দুঃখের ফুল ফোটে,
পাতা বাড়ে, বীজ হয়।
পরের প্রজন্মের কথা ভেবে ভেবে,
দুঃখ বেঁচে বেঁচে থাকে।
দুঃখ আর বৃক্ষ কোথায় জন্মায় না?
মানুষ আর মাটি পেলে,
দুঃখ আর বৃক্ষ মরে না।