পেয়েও সন্তুষ্ট নয় কেউ কেউ,
না পেয়েও আশায় বুক বাধে অনেকেই।
অধিক পাওয়ার লোভে নষ্ট পথ খুঁজে কেউ হয় পাপী,
একটু পাওয়ার আশায় সর্বদা খোদা ভজে কেউ হয় অনুতাপী।
সুখের সাগরে সাঁতার কেটেও কেউ করে জলঘোলা,
কষ্টের পাহাড় ডিঙিয়ে অল্পসুখে পরম তৃপ্তিতে কেউ হয় আত্মভোলা।
ক্ষণিকের ভুবনে সবাই মোরা ক'দিনের যাযাবর,
আজরাঈল বুঝবেনা কে আপন কে পর।
জীবন গন্তব্যের শেষ ষ্টেশনের নাম মরণ,
দুনিয়ার কৃত্রিম মায়ায় পড়ে করি না কভু তা স্মরণ।