ভাবাতে চাই তোমাকে
কবির কবিতার মতো
ধ্যানমগ্ন সন্যাসীর মতো
প্রার্থনারত দরবেশের মতো।
পোড়াতে চাই তোমাকে
চৈত্রের তাপদাহের মতো
আগ্নেয়গিরির লাভার মতো
অগ্নিকুন্ডের অগ্নিস্ফুলিঙ্গের মতো।
কাঁদাতে চাই তোমাকে
রিমঝিম বৃষ্টির মতো
অঝোরে ঝরা ঝর্ণার মতো
দুই নয়নের জলের মতো।
হারাতে চাই তোমাকে
দাবার অন্তিম চালে
ওভারের শেষ বলে
ভালোবাসার মোহজালে।