ভালো নেই আমি ভালো নেই
তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই,
ভালো লাগেনা কিচ্ছু ভালো লাগে না
তোমাকে ছাড়া একদম কিচ্ছু ভালো লাগে না।

দিনের আলোতে ভালো লাগেনা,
রাতের তারা গুনতেও ভালো লাগেনা,
আকাশের ঐ চাঁদটাকেও এখন আর ভালো লাগেনা,
সব কিছুতেই যেন বিষাদের ছায়া।

পল্লীর আঁকাবাঁকা মেঠো পথ ভালো লাগে না,
নগরের পিচঢালা পথটাও আর ভালো লাগেনা,
নদীর মায়াবী পানির স্রোত ভালো লাগেনা,
সমুদ্রের গর্জনটাও আর ভালো লাগে না,
মনে হয় অজানা এক মোহ
শরীর মন দুটিকেই এক সাথে অবরুদ্ধ করে রেখেছে।

স্নিগ্ধ সকাল ঝলমলে আলো ভালো লাগেনা,
মনে হয় ঘুমে ঘুমে অচেতন হয়ে রই।
ক্লান্ত দুপুর এখন আরো বেশী ক্লান্ত মনে হয়,
দুপুরের বিশ্রামটুকুও এখন অবসাদ মনে হয়।
মায়াবী বিকেল এখন আর ভালো লাগেনা,
মনে হয় অজানা পথে হারিয়ে যাই।
স্বর্নালী সন্ধ্যা এখন আর সহ্য হয়না,
মনে হয় হাজারো মোমবাতি জ্বালিয়ে ধ্যানেমগ্ন হই।
আর নিশিরাত সে তো আরো বিষাদময়,
শুধুই বিরহ ব্যাথার মৌন আর্তনাদ।

ভালো নেই আমি ভালো নেই
তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই,
ভালো লাগেনা কিচ্ছু ভালো লাগে না
তোমাকে ছাড়া একদম কিচ্ছু ভালো লাগে না।

মাঝে মধ্যে মনে হয়,
সব কটা কপাট বন্ধ করে
আলো নিভিয়ে একা একা রই।
মাঝে মাঝে মনে হয় উদাও হয়ে যাই,
পাহাড়ের চুড়ায় হারিয়ে যাই,
সাগরের তলদেশে তলিয়ে যাই।
কখনো সখনো মনে হয় গভীর অরণ্যে হারিয়ে যাই,
সেখানেও পাখির কিচির মিচির ডাক
একদম ভালো লাগেনা,
মনে হয় পাখির কণ্ঠনালি স্তব্ধ করে দিই।

ভালো লাগেনা কিচ্ছু ভালো লাগে না
তোমাকে ছাড়া একদম কিচ্ছু ভালো লাগে না,
ভালো নেই আমি ভালো নেই
তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই।