ধোঁয়া উড়াই
আকাশে বাতাসে
তোমায় ভেবে ভেবে।

নিমগ্ন রই
আলোহীন ঘরে
তোমায় ভেবে ভেবে।

কাজে বসে না মন
অস্থিরতা সারাক্ষণ
তোমায় ভেবে ভেবে।

অসামাজিক হই
আলো আঁধারের খেলায়
তোমায় ভেবে ভেবে।

পথের ঠিকানা নেই জানা
পথহারা ভ্রান্ত পথিক এখন আমি
তোমায় ভেবে ভেবে।

স্তব্ধ নির্বাক আমি
মৌনতা আঁকড়ে ধরেছে আমায়
তোমায় ভেবে ভেবে।

পাহাড় সাগর টানেনা আমায়
আবদ্ধ এখন বদ্ধ কামরায়
তোমায় ভেবে ভেবে।

অসময়ে এসে
এলোমেলো জীবন
তোমায় ভেবে ভেবে।