আমি আসবো, সত্যি বলছি আসবো,
তোমার জন্যই আসবো, তোমার কাছেই আসবো,
তোমার পাশে তোমার শহরেই আসবো।
চুপি চুপি আসবো, নীরবে নিভৃতে আসবো।
দূর হতে, দূরে থেকে,
প্রাণ জুড়ায়ে শুধুই তোমায় দেখবো।
বাতাসে ভেসে যাওয়া তোমার নিশ্বাস ছুঁতে আমি আসবো।
যে পথে হেঁটে যাবে ঠিক সেই পথেই হাঁটতে আমি আসবো।
তুমি যে জলে স্নান করো সেই জলে স্নান করতেই আমি আসবো।
তুমি যে বৃষ্টিতে ভিজো সেই বৃষ্টিতে ভিজতেই আমি আসবো।
তুমি যে নদীতে সাঁতার কাটো সেই নদীতে সাঁতার কাটতেই আমি আসবো।
তুমি রোজ বিকেলে যে বাগানে ফুলের সৌরভে প্রাণ জুড়াও,
আমিও আসবো প্রাণ জুড়াতে সেই বাগানেই আসবো।
তোমার এলোমেলো চুল,হরিনী চোখ দূর হতে দেখতেই আমি আসবো,
তোমার হৃদয়ের স্পন্দন বাড়াতেই আমি আসবো,
আমি আসবো, সত্যি বলছি আসবো,
তোমার জন্যই আসবো, তোমার কাছেই আসবো,
তোমার পাশে তোমার শহরেই আসবো,
চুপি চুপি আসবো, নীরবে নিভৃতে আসবো।