তোমার জন্য
সাজাবো আমি সুন্দর এক পৃথিবী,
যেথায় তোমার সাথে অবিরাম খেলা করবে
মৌমাছি আর প্রজাপতি।
তোমার জন্য
লিখবো আমি হাজার তম কবিতা,
এই পৃথিবী জানবে আমার ভালোবাসার গভীরতা।
তোমার জন্য
গড়বো আমি এই বুকে প্রেমেরিই তাজমহল,
বসবাস করবে তুমি সুখ স্বাচ্ছন্দে অবিচল।
তোমার জন্য
মঙ্গল গ্রহে কিনবো আমি বাড়ি,
সেতায় বসে বিরহ ব্যথাকে দেবে তুমি আড়ি।