তুমি নেই,
তবুও যেন তুমি আছো !  
হৃদয়ের গভীর অনুভূতিতে।

তুমি নেই,
তবুও যেন তুমি আছো !
প্রতিদিনের স্বপ্নবিলাসী কল্পনায়।

তুমি নেই,
তবুও যেন তুমি আছো !
এলোমেলো ভাবনায় প্রতি মুহূর্তে।

তুমি নেই,
তবুও যেন তুমি আছো !  
একান্ত একাকিত্বে অভিমানী অনুভবে।

তুমি নেই,
তবুও যেন তুমি আছো !
অন্তহীন বিরহের প্রতিটি কবিতার পঙক্তিতে।

তুমি নেই,
তবুও যেন তুমি আছো !
বুকের দহনে চাপা কষ্টের তীব্র ঘৃণাতে।