হৃদয় নামক বন্দরে
আজ বহুদিন ধরে
কল্পনায় এসেছ তুমি।

তোমার স্বপ্নে এখন বিভোর আমি
তাই হৃদয়ে আঁকছি তোমার ছবি
তবুও আজও ধরা দাওনি তুমি।

ভালোবাসার পরশে রাঙাবে দেহমন
এই ভাবনায় কাটে সারাক্ষণ
স্বপ্নে এসে বারে বারে
হৃদয়ে কম্পন জাগাও তুমি।

কখনো তোমার সরল চাহনি
কখনো তোমার মনোমুগ্ধকর হাসি
তবুও ভালোবাসা প্রকাশ না করে
কী সুখে আছো তুমি।

যতোই করো আমায় তুমি
অবহেলা আর অপমান
তবুও আশায় থাকি
তোমার ভালোবাসা হয়তোবা পেতেও পারি।