শৃংখল জীবন সামাজিক বন্ধন,
হয়েছে আজ সব কিছুর স্খলন।
বেড়েছে দাম মানুষ ব্যবহৃত দ্রব্যের,
বাড়েনি মান শুধু মানুষের !

লোভ হিংসা মানবিক দৈন্যতা,
সমাজকে করেছে আজ বন্যতা।
মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত,
পৃথিবীতে ঘটেছে শান্তির ব্যাঘাত।

কৃত্রিম মোহে চলছে জীবন,
ভুলিয়া কে পর কে আপন।
চিরস্থায়ী নয় জেনে রেখো ভুবন,
আজ না হয় কাল আসবেই সমন।


"অভিযাত্রিক -২০২৪"