ভালোবাসা এমনই অন্ধ যে,
প্রতিদিন প্রতিক্ষণ নীরবে নিস্তব্ধে
চোখ বন্ধ করে ভাবতে ভালোলাগে
স্মৃতিতে,কল্পনায়, আবেগে,
শুধুই তোমাকে।

জানি চলে গেছো দূরে বহু দূরে,
হৃদয়ের লেনাদেনা সিলগালা করে দিয়ে,
তবুও এই মন, বেহায়া মন !
প্রতিদিন প্রতিক্ষণ ভাবে,
শুধুই তোমাকে।

যে পথে আর তোমার হবেনা ফেরা,
বেহায়া মন সেই পথেই চেয়ে থাকে নিরবধি,
প্রতিদিন প্রতিক্ষণ দ্বন্ধ হয় মনের সাথে,
বার বার আমি পরাজিত হই মনের কাছে।
মন আমায় বলে,
ভালোবাসা অনন্ত আশা,
ভালোবাসা শুধু প্রাপ্তিতে নয়,
অপ্রাপ্তিতেও মিশে থাকে ভালোবাসা।
মন আমায় আরও বলে,
ভালোবাসা থাকে,
স্বপ্নে,কল্পনায়, বিরহে, আবেগে,অভিমানে,
তাইতো, এই মনের কাছে পরাজিত হয়ে,
এই মনের প্রশান্তিতে চাই,
শুধুই তোমাকে।