হৃদয় জ্বলছে, জ্বলুক।  
পুড়ছে, পুড়ুক।
ছাই হোক,ভস্ম হোক,
কি যায় আসে তাতে।
বনের আগুনে পুড়ে পুড়ে,
ছাই হয়, ভস্ম হয়, সবুজ প্রান্তর।
সবাই দেখে,নেভানোর প্র‍য়াসে মেতে উঠে,
মনের ছাই চাপা আগুন সে কি কেউ দেখে?
দেখলেও,নেভানোর সাধ্য আছে কার?
বন সে তো অধিকারে সবার,
মন সেই অধিকার শুধু তো একজনার।
বনের আগুন নেভাতে লাগে কতো  আয়োজন,
মনের আগুন নেভাতে লাগে শুধু ভালোবাসার নিবেদন।
বনের আগুন নেভাতে জড়ো হয় কতো শত জন,
মনের আগুন নেভাতে প্রয়োজন হয় শুধুই একজন।