পোড়া চোখে ঘুম আসেনা
হৃদয়ে যে ভীষণ যাতনা,
মনে জাগে প্রেমের বাসনা
কেন যে আমায় ভালোবাসো না।

ভালোবাসি তোমায়, তা নয়তো
ছলনা,
কেন যে তুমি বুঝেও বুঝনা,
বাঁচা যে দায় তুমিহীনা
সেটা তো আর মিথ্যে না।

তোমার কোন অজুহাত আমি মানবো না,
তুমি তো আমার শুধুই একজনা।
ভালোবাসাই এখন আমার সাধনা  
তুমিই তো আমার কামনা বাসনা।

জানি ভালো কভু আমায় তুমি বাসবে না,
তবুও পিছু আমি হটবো না,
এই জীবনে হয়তো তোমায় পাবো না,
পরজনমেই যেন হয় দু'জনার শেষ ঠিকানা।