পাপের পোশাকে শরীর সজ্জিত,
নিন্দিত কাজে হইনা লজ্জিত !
সুযোগ না পেলে হয়ে যাই সাধু,
সুযোগ পেলে নিমকও হয়ে যায় মধু !