হে আমার রক্তস্নাত মাতৃভূমি
তুমিতো অন্যায় এবং নিপীড়নে
স্বমোর্ত প্রতিবাদী কন্ঠস্বর।
তোমায় দেখেছি অন্যায়ের সুচ্চার প্রতিবাদে
সেই সাতচল্লিশ, বাহান্ন,ঊনসত্তর, একাত্তরে,
তবে কেন আজ এই দুঃসময়ে
তুমি এতোই নিভৃতচারী।
তোমার চোখের সম্মুখে আজ চলছে অহরহ,
অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন,
তার সাথে চলছে ক্ষমতারোহনের
অসুস্থ রাজনৈতিক চিন্তা চেতনার অবতরণ,
তারপরও, কেন আজ তুমি এতো নীরব?
ক্ষমতারোহনের অন্ধ মোহে আজ,
বেহুশ স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠী,
তারা ভুলে গেছে অতীত সংগ্রাম আর
স্বদেশ প্রেমে ত্যাগের নিদর্শন।
মহান স্বাধীনতা যুদ্ধে
যারা করে গেছে তোমার বিরুদ্ধাচরণ,
তাদের সাথে গলায় গলায় পিরিত জমায় আজ,
স্বাধীনতার পক্ষের শক্তি বলে
চিৎকার করা কতিপয় রাজনৈতিক সংগঠন।
তবুও কেন আজ তুমি এতোই নীরব?
দেশদ্রোহীদের দৌরাত্মতায়,
ত্যাগী মুক্তিযোদ্ধারা আজ অসহায়,
জোর গলায় কথা বলার সাহস পায় না আজ,
মাতৃভূমির কোন প্রান্তকোণে,
সবখানে ছেয়ে গেছে আজ
পরাজিত শত্রুর দল।
রচনাকাল) ২৬/০৩/২০০১