তোমাদের বিলাসী খাবার টেবিলে
কোরমা পোলাও আর ফিন্নি দই,
সমস্ত কিছুই রয়ে গেলো
খেতে পারলে কই।
কুঁড়ে ঘরে চাটাইতে বসে
ডাল ভাতে তৃপ্তি করে,
পেট আমাদের নিত্য ভরে
সুখের যেন শেষ নেই।
ব্যাংকে তোমাদের কাড়ি কাড়ি টাকা
দানের হাত তবুও ফাঁকা,
দুখির দুঃখে জাগেনা মন
ঘৃণ্য তোদের মানব জীবন।
দিন আনি দিন খাই
পকেটে আমাদের টাকা নাই,
তবুও অসহায়ের পাশে দাঁড়াই
কষ্ট যেন বাতাসে উড়াই।
শীতাতপ নিয়ন্ত্রিত আয়েসি ঘরে
রাজকীয় তোমাদের জীবন,
ঘুমের ঔষধেও আসেনা ঘুম
মনের শান্তি হয়েছে গুম।
টিনের চালের নড়বড়ে ঘরে
আমাদের শরীরটাকে হেলিয়ে দিলে,
ঘুম পাড়ানির মাসি-পিসি এসে
চোখে এনে দিয়ে যায় প্রশান্তির ঘুম।
===================================
উৎসর্গ > কবি শ.ম.শহীদ
আসরের জনপ্রিয় কবি শ.ম.শহীদের "বোকার জারিজুরি" কবিতা পাঠ করে আমার সপ্তাহ দুয়েক আগে লিখা কবিতা "প্রশান্তির ঘুম" এর সাথে ভাবনার দারুণ মিল খুঁজে পেলাম, তাই প্রিয় কবিকেই আমার আজকের প্রকাশিত কবিতা উৎসর্গ করলাম।
ভালো থাকুন প্রিয় কবি এবং আমাদের আরও সুন্দর সুন্দর কবিতা উপহার দিন।
===================================