চলছিল জীবন আনন্দে হাসি গানে,
রঙিন চশমায় জীবনের সব কিছুই লাগছিলো আলোময়।
বুঝতে পারিনি জীবনের মানে !

উড়ছিলাম জীবন আকাশে,
রঙিন ঘুড়ির মতো !
সুখ স্বাচ্ছন্দ আর বিলাসিতার জোয়ারে,
ভুলেই গিয়েছিলাম জীবন মুদ্রার অন্য পিঠে যে আছে দুঃখ বেদনা।

সুখময় জীবনে অকস্মাৎ  নেমে এলো,
কালবৈশাখী ঝড়ের মতো  অশান্তির হাওয়া,
আমার সাজানো গুছানো ছন্দময় জীবনে
হঠাৎ ; নেমে এলো ছন্দপতন।

চেনা ভুবন এখন অচেনা ভীষণ,
একাকীত্ব আর অসহায়ত্ব করেছে আমায় অবচেতন।