আজকের এই সমাজ, স্বপ্নময় এই রাষ্ট্র,
অসৎ,অযোগ্য,নষ্টদের পদচারণায় ভ্রষ্ট।
সৎ,যোগ্য,মেধাবীরা আজ অসহায়,
অসৎ,অযোগ্য, নষ্টরা আজ ছড়ি ঘুরায়।
সৎ,যোগ্য,মেধাবীরা ক্ষোভ, দুঃখ আর আত্ম অভিমানে,
ক্রমশঃ গুটিয়ে রেখেছে নিজেদের আবদ্ধ করে ঘরের কোণে।
আর;অসৎ,অযোগ্য,নষ্টরা ওৎ পেতে বসে থাকে সুযোগের সন্ধানে,
সুযোগও তারা পেয়ে যায় অনায়াসে মনের আনন্দে।
তারপর তারা ভর করে একে একে
এ ডাল থেকে ঐ ডালে,
চাটুকারিতা করে অবলীলায় উঠে যায় মগ ডালে,
আয়েসে বসে বসে মধু খায় নিরালায়,
প্রশান্তির খুশিতে মন দোলায়।
সৎ,যোগ্য,মেধাবীরা সময়ের হেরফেরে
যায় হারিয়ে অতল গহবরে,  
আর,এভাবেই ধীরে ধীরে সব কিছু চলে যায়,
সময়ের বিবর্তনে নষ্টদের কব্জায়।