প্রাচীন যুগে,
দ্রব্য বিনিময় প্রথা চালু ছিল,
হাটে মানুষ সারি সারি দ্রব্য
সাজিয়ে বসতো,
পয়সা কড়ির প্রচলন ছিল না
দ্রব্যর বিনিময়ে দ্রব্য লেনাদেনা হতো।
আজ আধুনিক যুগ,
সব কিছুই লেনদেন নগদে,
সব কিছুতেই নগদের হাতছানি।
ভালোবাসাও একটা সময় ছিল,
দ্রব্য বিনিময় প্রথার মতো
চোখে চোখ, হাতে হাত,
হৃদয় দিয়ে হৃদয়!
আর আজ আধুনিক যুগ,
ভালোবাসার লেনদেনও
নগদে নগদে !